শেষ হলো শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৭, ১১:৪১

চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো দুই দিন ব্যাপী শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৭। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথভাবে পঞ্চমবারের মতো এই কংগ্রেসের আয়োজন করে।

বৈজ্ঞানিক পেপার, বৈজ্ঞানিক পোস্টার ও প্রজেক্ট - এই ৩টি বিষয়ে মোট ৫৬ জন শিক্ষার্থীর ২৮টি গবেষণা কাজকে কংগ্রেসে পুরস্কার দেয়া হয়েছে।

রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গতকাল ২৯ ডিসেম্বর এই উৎসবের আয়োজন করা হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণীর মাধ্যমে ৩০ ডিসেম্বর উৎসবের পরিসমাপ্তি ঘটে।

দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও বৈজ্ঞানিক গবেষণাকে জনপ্রিয় করে তোলা, বিজ্ঞানের আনন্দকে উপভোগ করতে শেখানো এবং গুগল সায়েন্স ফেয়ার কিংবা ব্রেকথ্রু জুনিয়র চ্যালেঞ্জের মতো আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক আয়োজনগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছর শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস আয়োজন করা হচ্ছে।

সারা দেশ থেকে তিন হাজারের বেশি শিক্ষার্থী এবছরের কংগ্রেসে অংশ নেয়ার উদ্দেশে কনসেপ্ট পেপার বা ধারণাপত্র জমা দিয়েছিল। সেখান থেকে কয়েক ধাপে বাছাইকৃত প্রায় ৪০০ শিক্ষার্থী মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

উৎসবে সেরা ২৮ টি গবেষণা কাজকে পুরস্কার দেয়ার পাশাপাশি প্রতি বিষয়ে তিনটি সেরা গবেষণাকে পেপার অব দ্য কংগ্রেস, পোস্টার অব দ্য কংগ্রেস ও প্রজেক্ট অব দ্য কংগ্রেস পুরস্কার দেয়া হয়েছে।

কলাগাছের কান্ড দিয়ে পলিমার, জ্বালানি, সার, কীটনাশক ইত্যাদি প্রস্তুতের পদ্ধতি আবিস্কার করে সেরা পেপারের পুরস্কার জিতেছে দিনাজপুর সরকারি কলেজের এ এস এম আনাস ফেরদৌস, এ এইচ এম মাহিন ও ফুলবাড়ি সরকারি কলেজের তানজিদ আজম উৎসব। টি ব্যাগের মতো ছোট ব্যাগে জৈব পদার্থ (পলিইলেকট্রলাইট) ব্যবহার করে পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়া নিয়ে কাজের জন্যে সেরা প্রজেক্টের পুরস্কার পেয়েছে কুষ্টিয়া জিলা স্কুলের দিদারুল ইসলাম। আলুর অংকুরোদগমে জৈব সারের প্রভাব পর্যবেক্ষণ নিয়ে কাজ করে পোস্টার অব দ্য কংগ্রেস পুরস্কার পেয়েছে রংপুরের সারাই মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের মো. মাজেদুল ইসলাম ও মর্ণেয়া উচ্চ বিদ্যালয়ের মো. নাজির হোসেন।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :