ট্রাম্প উত্তেজিত হবেন না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৮:৪১

ইরানের কয়েকটি শহরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক টুইটার পোস্টের কড়া জবাব দিয়েছেন ‌ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

আব্দুল্লাহিয়ান বলেন, ‘জনাব ট্রাম্প, আপনি উত্তেজিত হবেন না। বিশৃঙ্খলাকারীদের কর্মকাণ্ড এবং মানুষের অর্থনৈতিক দাবি নিয়ে আন্দোলনের মধ্যে পার্থক্য রয়েছে। ইরানের জনগণ হোয়াইট হাউসের সন্ত্রাসী এবং প্রতারণামূলক নীতির চেয়ে নিজ দেশের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতাকেই অধিক পছন্দ করে থাকেন।’

কিছু পণ্যের মূল্য প্রায় বেড়ে যাওয়ায় এর প্রতিবাদে গত কয়েকদিনে রাজধানী তেহরান ও মাশহাদসহ কয়েকটি শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। কিন্তু কিছু সুযোগসন্ধানী বিক্ষোভকারী সাধারণ মানুষের দাবিকে কুৎসিত পরিস্থিতির দিকে ঠেলে দেয়ার অপচেষ্টা করেছে এবং সামাজিক নিরাপত্তা বিনষ্টের মাধ্যমে তারা তাদের কপট পৃষ্ঠপোষকদের হীন স্বার্থ হাসিল করতে চেয়েছে।

ইরানের বিক্ষোভ প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, ‘মত প্রকাশের স্বাধীনতাসহ জনগণের অধিকারের প্রতি ইরান সরকারের শ্রদ্ধা দেখানো উচিত। বিশ্ব সবকিছু পর্যবেক্ষণ করছে।’

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :