বন্ধু খুনে বন্ধুর ফাঁসি

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৭

বেসরকারি ডেফোডিল ইউনিভার্সিটির ইলেকট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সেতু সরকার হত্যা মামলায় তার বন্ধু এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ছাত্র মেজবাউল আলমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রবিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরউদ্দিন ওই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

রায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আরেকটি ধারায় তার আরও ১০ বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

অন্যদিকে সেতুর অপর বন্ধু পুনমকে কারেন্ট শক দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ওই আসামির ১০ বছর কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাভোগের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১৬ আগস্ট বিকালে রাজধানীর হাজারীবাগ থানাধীন শাহজাহান ভূঁইয়া ওরফে বাদল সাহেবের বাড়ির চতুর্থ তলার মেসে সেতু সরকারকে বলাৎকার করে মেজবাউল। এরপর সে তাকে ধারালো বটি দিয়ে গলা কেটে জবাই করে হত্যা করে। আর সেতুর বন্ধু পুনমকে কারেন্ট শক দিয়ে হত্যার চেষ্টা করে।

ওই ঘটনায় সেতুর চাচা রতন কুমার সরকার পরদিন বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১৫ সালের ১৫ মার্চ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে চার্জশিটভুক্ত ১৯ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :