‘সিংড়াকে নিরাপদ শহর গড়তে প্রশাসনকে কঠোর হতে হবে’

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৭, ২০:০৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন থেকে মাদক, জুয়াসহ সকল প্রকার অপরাধমুক্ত করে নিরাপদ শহর গড়তে হবে। আর এজন্য সকল প্রকার অপরাধ দমনে প্রশাসনকে প্রয়োজনে আরো কঠোর হতে হবে। কারণ তরুণদের প্রধান শত্রু মাদক ও জুয়া।

রবিবার নাটোরের সিংড়ায় উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা কৃষি অফিস হলরুমে ইউএনও সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, সিংড়া থানার তদন্ত পুলিশ পরিদর্শক নেয়ামুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেনসহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :