জাবির সিনেট সদস্য হলেন পুলিশ কর্মকর্তা মহিদ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৭, ২০:৩৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জবি) সিনেট নির্বাচনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক ড. খ মহিদ উদ্দিন সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শনিবার জবির সিনেট সদস্য নির্বাচনে ভোট নেয়া হয়। বিশ্ববিদ্যালয়টির ১৬তম ব্যাচের রসায়নের শিক্ষার্থী খ. মহিদ উদ্দিন ২৫ নম্বর ব্যালটে সর্বোচ্চ ২ হাজার ১৪৪ ভোট পান।

সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়কে আরো গতিশীল ও অনন্য বিদ্যাপীঠে রূপায়ণে সর্বাত্মক চেষ্টা করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে তার অভিমতে কথা জানানো হয়।

পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মহিদ উদ্দিন এর আগে ডিসি মতিঝিল ও লালবাগ বিভাগ, নরসিংদী ও নারায়ণগঞ্জের এসপি, পূর্ব তিমুর এবং কসোভোতে জাতিসংঘে পুলিশ বাহিনীর হয়ে দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এএ /মোআ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :