মহসীন হলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলে আরিফুর রহমান রাশেদ নামে স্নাতকোত্তর শেষ করা এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলের ২০৯ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।
আরিফ মহসীন হলের আবাসিক ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২০০৯-২০১০ সেশনের ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নশরতপুর গ্রামে।
আরিফের রুমমেটরা জানান, ভোরে হঠাৎ করে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠেন আরিফ। তারপর তারা বিছানায় গিয়ে তাকে জাগানোর চেষ্টা করলেও তাকে জাগাতে পারেননি। পরে রুমমেটরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে হলের প্রধাক্ষ্য নিজামুল হক ভুইঁয়া বলেন, আরিফকে তার গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হচ্ছে। তার মৃত্যুর কথা শুনে আমি সকালে ঢাকা মেডিকেলে গিয়েছি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
ঢাকাটাইমস/১২জানুয়ারি/প্রতিনিধি/এমআর