ডেইলি স্টারকে সতর্ক করে প্রেস কাউন্সিলের রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ মার্চ ২০১৮, ২১:৫১ | প্রকাশিত : ০১ মার্চ ২০১৮, ২০:১৭

ইচ্ছাকৃত মানহানিকর সংবাদ প্রকাশ এবং প্রতিবাদলিপি না ছাপায় করায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে ভর্ৎসনা সহ সতর্ক করেছে প্রেস কাউন্সিল। সংবাদ লেখকের পাশাপাশি সতর্ক করা হয়েছে সম্পাদক মাহফুজ আনামকেও।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক মামলার পর এই রায় দিয়েছে প্রেস কাউন্সিল। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকাটামসকে প্রশান্ত কুমার বলেন, ‘ডেইলিস্টার পত্রিকা বিভিন্ন সময়ে নেতিবাচক প্রতিবেদন করেছিল যার কোনো ভিত্তি ছিল না। তাই তাদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে মামলা করা হয়েছিল। তবে মূলত কমিটির তদন্ত রিপোর্ট এবং তদন্তের ফলাফল ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টার সংবাদটি গুরুত্বপূর্ণ ছিল।’ গত বছরের ২০, ২৩, ২৫, ২৮ ও ২৯ জানুয়ারি এবং ২ ও ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে মামলা করে বিশ^বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

এ মামলায় বিচারক ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। মামলার রায়ে একমত পোষণ করেছেন প্রেস কাউন্সিলের সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ ও সদস্য স্বপন দাশ গুপ্ত।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের পক্ষে আইনজীবী ছিলেন দেলোয়ার হোসেন লস্কর।

রায়ে বলা হয়েছে, একটি ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন এবং তদন্তের ফলাফল ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করেছে ডেইলি স্টার।

একটি প্রতিবেদকে চিকিৎসক জাকারিয়ার মন্তব্য গ্রহণ করে প্রতিবেদক উপাচার্যের ব্যক্তিগত জীবনকে ব্যাহত করার পাশাপাশি তার সামাজিক মর্যাদা, সুনাম এবং খ্যাতি ক্ষুন্ন করেছেন বলেও মন্তব্য করা হয় রায়ে।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম সম্পর্কে রায়ে বলা হয়, ‘তিনি দেশের একজন খ্যাতিমান সম্পাদক। সংবাদের এই অংশটুকুর প্রতি তাঁর দৃষ্টি এড়িয়ে গেছে বলে প্রেস কাউন্সিলের কাছে মনে হয়েছে।’

‘এ ব্যাপারে সংবাদপত্র সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু তাঁরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।’

মাহফুজ আনামকেও ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয় প্রেস কাউন্সিলের রায়ে।

রায়ে বলা হয়, ‘আচরণবিধি অনুসারে ডেইলি স্টার প্রতিবাদপত্র ছাপায়নি এবং তাদের এমন আচরণ সাংবাদিকতার রীতিনীতির পরিপন্থি।’

‘প্রতিবাদপত্র গ্রহণ করার পর প্রতিপক্ষের পুনঃযাচাই করার কোন সুযোগ নেই। তাও করা হয়েছে কাউন্সিল এর নোটিশ প্রাপ্তির পর। এটা কোন অবস্থাতেই বিচারিক কমিটির কাছে গ্রহণযোগ্য নয়।’

এই মামলায় ডেইলি স্টারের আইনজীবী দাবি করেছিলেন, তাদের বিরুদ্ধে করা মামলা বিদ্বেষপ্রসূত। কারণ যে সংবাদের জন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই সংবাদ অন্য পত্রিকাও ছেপেছে।

কিন্তু সে যুক্তি উড়িয়ে দিয়েছে প্রেস কাউন্সিল। রায়ে বলা হয়, ‘ফরিয়াদী কোন কোন পত্রিকার বিরুদ্ধে মামলা করবেন এটা তাঁর নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে কাউন্সিল কমিটি কোন মন্তব্য করতে পারেন না।’

রায়ে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়টি একটি আন্তর্জাতিক মানের বিশ^বিদ্যালয়। চিকিৎসা ও গবেষণা ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়টি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তি রক্ষা করা সবার দায়িত্ব।’

(ঢাকাটাইমস/১মার্চ/এএ/এলএ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

এই বিভাগের সব খবর

শিরোনাম :