নেত্রকোণায় নবজাতক উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০১৮, ২১:৩৬

নেত্রকোণার কেন্দুয়ায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার এক নবজাতককে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে সাজিউড়া-ছনভিটা সড়কের পাশে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

কেন্দুয়া থানার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, বানিয়াগাতি গ্রামের মীনা আক্তার ভোরে ফজরের নামাজের জন্য বাড়ি সংলগ্ন রাস্তার পাশে টিউবওয়েলে ওজু করতে গিয়ে শিশুর চিৎকার শুনতে পান। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে তার নাভি কাটান। পরে বাড়ির সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ নবজাতকটি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে নবজাতকটি আমাদের হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

মীনা আক্তার বলেন, এই শিশুটিকে আমি পেয়েছি, তাই শিশুটির লালন পালন আমিই করতে চাই।

নবজাতক শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানিয়েছেন, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আশরাফুজ্জামান।

(ঢাকাটাইমস/১মার্চ/প্রতিনিধি/ওআর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :