‘বঙ্গবন্ধুর হৃদয়ের গভীরতা মাপা যায় না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ মার্চ ২০১৮, ২৩:৩২ | প্রকাশিত : ০১ মার্চ ২০১৮, ২২:১৬

‘বঙ্গবন্ধুর হৃদয়টা ছিল অসীম, যা কখনো মাপা যায় না। সাগরের গভীরতা মাপা যায়। কিন্তু তার হৃদয়ের গভীরতা মাপার নয়।’

জাতির জনকের এক সময়ের সহচর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তাকে চিনেছেন এভাবেই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ রচিত ‘৭ মার্চের ভাষণ কেন বিশ্ব-ঐতিহ্য সম্পদ: বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ’শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ অডিটরিয়ামে এই গ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার পর তাকে সংবর্ধনা দেয়া হল। তিনি মঞ্চে ভাষণ দিলেন। সেই ভাষণে তিনি বলেছিলেন, রক্ত দিয়ে, জীবন দিয়ে তোমরা আমাকে কারাগার থেকে মুক্ত করেছ। যদি কোন দিন পারি আমার রক্ত দিয়ে সেই ঋণ পরিশোধ করব। সেই বঙ্গবন্ধু একাই রক্ত দেননি, দেশের জন্য সপরিবারে জীবন দিয়েছিলেন।’

বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর আলোচকদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। এছাড়া প্রকাশনা উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বইয়ের লেখক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

তোফায়েল আহমেদ ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের স্মৃতি শিক্ষক, ছাত্র এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সামনে তুলে ধরেন।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাস অতি তাৎপর্যময়। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে জড়িয়ে আছে এই বাঙালি জাতির জীবন। ছয় দফা, আগড়তলা মামলা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং স্বাধীনতা যুদ্ধের ঘটনা একে অপরের সাথে জড়িত। একটি না হলে আরেকটি হতো না। ইতিহাসের এসব স্মৃতি কথা সকলকে সংরক্ষণ করা উচিত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ উল্লেখ করে বঙ্গবন্ধুর সহচর বলেন, ‘বঙ্গবন্ধুর এই ভাষণ পৃথিবীর কোনো ভাষণের সাথে তুলনা হয় না। কেননা তার এই ভাষণ পৃথিবীর অন্যান্য ভাষণের চেয়ে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। তাঁর ভাষণ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।’

‘আব্রাহাম লিঙ্কন, মার্টিন লুথার কিং যে ভাষণ দিয়েছিলেন তা লিখিত ছিল। কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ ছিল অলিখিত। যা আজ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে।’

‘বঙ্গবন্ধুর হত্যার পরে তার ভাষণ বাজাতে দেয়া হয়নি। মাইক কেড়ে নেয়া হয়েছিল। ২১টি বছর এই ভাষণ নিষিদ্ধ ছিল।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতার মধ্য দিয়ে একটা ইতিহাস সৃষ্টি করেছে। বঙ্গবন্ধুর ইচ্ছা ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা। আজ তার সেই ইচ্ছা পূরণ করেছেন তার কন্যা শেখ হাসিনা।’

‘যারা একসময় বলেছিল বাংলাদেশ হবে দরিদ্র দেশের মডেল, তারাই আজ বলে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। সকল সেক্টরে আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা তার এই ভাষণের মধ্যেই দেশের স্বাধীনতার ঘোষণা হিসেবে বাঙালি জাতি ধরে নেয়।’

‘আমাদের পূর্ব পুরুষদের চিন্তা চেতনা ছিল তাদের নিজস্ব একটা ভাষা, সাংস্কৃতি থাকবে। বঙ্গবন্ধু এসে সেই সুযোগটা তৈরি করে দিয়েছিলেন।’

ঢাকাটাইমস/০১মার্চ/প্রতিনিধি/এমএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :