চুয়াডাঙ্গা থেকে অপহৃত তিন কিশোরী ঢাকায় উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০১৮, ১৪:০৩

চাকরি দেয়ার প্রলোভন দিয়ে অপহরণ করা চুয়াডাঙ্গা শহরতলীর জাফরপুর গ্রামের তিন কিশোরীকে ঢাকার মিরপুরের একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধারসহ অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

অপহৃত কিশোরীদের পরিবারের অভিযোগ, মোটা অংকের বেতনে চাকরি দেয়ার নামে প্রতিবেশী মালেকা ও তাজনিনা তাদেরকে ঢাকার মিরপুরে নিয়ে আসেন। সেখানে তাদেরকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়।এক পর্যায়ে অপহৃতরা কৌশলে মোবাইল ফোনে বিষয়টি পরিবারকে জানালে পরিবারের সদস্যরা অপহরণ চক্রের সদস্যদের নামে থানায় অভিযোগ করেন। অভিযোগের সূত্র ধরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে ঢাকা মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তন্নি খাতুন, সুমাইয়া খাতুন, তাসনিনা খাতুনকে উদ্ধার করে। অপহরণ চক্রের সাথে জড়িত তাজনিনা ও মালেকাকে আটক করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল খালেক জানান, আটককৃত অপহরণ চক্রের সদস্যদের বিরুদ্ধে আরো অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/০২ ফেব্রুয়ারি/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :