ঢাকা বার নির্বাচনে পুনরায় ভোট গণনা শনিবার

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ মার্চ ২০১৮, ২৩:২৫ | প্রকাশিত : ০২ মার্চ ২০১৮, ১৭:১২
ফাইল ছবি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট পুনরায় গণনা করা হবে আগামীকাল শনিবার। বহিরাগতদের প্রবেশ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবী ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবার ভোট গণনা স্থগিত করা হয়েছিল।

নির্বাচনে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা এস এম মাহাবুবুর রহমান শুক্রবার দুপুরে ঢাকাটাইমসকে এ তথ্য জানান।

মাহাবুবুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘ভোট গণনা পুনরায় শুরুর বিষয়ে নির্বাচনের প্রার্থী, সমিতির বর্তমান ও সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সঙ্গে কমিশনের বৈঠক হয়েছে। শনিবার সকাল আটটায় পুনরায় ভোট গণনা শুরুর সিদ্ধান্ত নিয়েছি, যা উভয় প্যানেলের আইনজীবীরা মেনে নিয়েছেন।’

এদিকে প্রধান নির্বাচন কমিশনার সমিতির সাবেক সভাপতি খোন্দকার আব্দুল মান্নান অসুস্থ হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার অবস্থা আগের থেকে ভালো বলে জানা গেছে।

জানা যায়, ভোটগ্রহণের পর বৃহস্পতিবার রাত ১০টার দিকে গণনা শুরু হয়। এ সময় নির্বাচন কমিশন পরিচয়পত্র ছাড়া কারো প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার মধ্যে একজন বহিরাগত ভেতরে প্রবেশ করায় কথা-কাটাকাটির একপর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবী ও সমর্থকদের মধ্যে হাতাহাতি ও সমিতির নিচতলায় তিনটি ককটেল বিস্ফোরণ হয়। ওই ঘটনার পর প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আব্দুল মান্নান অসুস্থ হয়ে পড়লে ভোট গণনা স্থগিত করা হয়।

ঢাকা বারের ২০১৮-২০১৯ কার্যবর্ষের দুই দিনব্যাপী এই নির্বাচনে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ভোট নেয়া হয়। এতে মোট ১৬ হাজার ১২৯ জন ভোটারের মধ্যে ৯ হাজার ১১ জন আইনজীবী ভোট দেন।

নির্বাচনে মাট ২৭টি পদের মধ্যে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৭ জন এবং বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন।

নির্বাচনে সাদা প্যানেলে সভাপতি পদে আব্দুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মামুন এবং নীল প্যানেলে সভাপতি পদে গোলাম মোস্তফা খান ও সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(ঢাকাটাইমস/২মার্চ/আরজে/ডিএম/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :