বালিয়াডাঙ্গিতে শিশুদের ওপর বিএসএফের গুলিতে আহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ মার্চ ২০১৮, ২৩:২৬ | প্রকাশিত : ০২ মার্চ ২০১৮, ১৮:৪৩
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে বাংলাদেশি শিশুদের লক্ষ্য করে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে নাঈম হাসান নামের এক শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় নটোয়াটুলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এ ঘটনা ঘটান।

শুক্রবার এ ঘটনা সীমান্ত এলাকায় জানাজানি হয়। ঠাকুরগাঁও-৩০ বিজিবি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বারোসা গ্রামের ফেটু খানের ছেলে নাঈমসহ কয়েকজন রাখাল শিশু বৃহস্পতিবার দুপুর দেড়টায় রত্নাই সীমান্তের ৩৮১/৪ সাব পিলারের কাছে ঘাস কাটতে যায়।

এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার নটোয়াটুলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই শিশুদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নাঈম গুলিবিদ্ধ হয়। অন্য শিশুরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। বর্তমানে নাঈম সুস্থ আছে।

ঠাকুরগাঁও-৩০ বিজিবি ব্যাটালিয়ানের নাগরভিটা কোম্পানি সদর দপ্তরের রত্নাই ক্যাম্প কমান্ডার হাবিলদার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে জানিয়েছেন, শিশুদের ওপর গুলির ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।

ঢাকাটাইমস/২মার্চ/প্রতিনিধি/ওআর/মোআ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :