ফরিদপুরে জেলা ব্রান্ডিং কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, (এই সময়), ফরিদপুর থেকে
 | প্রকাশিত : ০২ মার্চ ২০১৮, ২০:০৯

জেলার ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচয়কে নির্দিষ্ট লোগোর মাধ্যমে তুলে ধরার উদ্যোগ হিসেবে সারা দেশের ন্যায় ফরিদপুরের জেলা ব্রান্ডিং এর কাজ জোরেশোরে এগিয়ে চলছে। তারই ধারাবাহিকতায় “সোনালি আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর” এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে জেলা ব্রান্ডিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজনে করে ফরিদপুর জেলা প্রশাসন।

পর্যটন শিল্পের বিকাশ, অবকাঠামোগত উন্নয়ন, জেলার পণ্য অন্যান্য জেলাসহ বিশ্বে পরিচিত করা, স্থানীয় উদ্যোক্তা তৈরি ও বিদ্যমান উদ্যোক্তাদের সক্ষমতার উন্নয়ন তথা টেকসই উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখেই এই জেলা ব্রান্ডিং। আর সবকিছুর বিবেচনায় ফরিদপুরের পাট ও পাটপণ্যকে বিশ্বের বুকে ব্যান্ডের মর্যাদায় নিয়ে যেতে চায়।

বাংলাদেশ এখন তৈরি পোশাক শিল্প, বাঘের পরিচয়ে ক্রিকেট, ক্রমবর্ধমান তথ্য প্রযুক্তিখাতসহ ডিজিটাল বাংলাদেশের পরিচয়ে সারা বিশ্বে পরিচিত। এদেশের ৬৬% কর্মক্ষম জনগোষ্ঠী, যা এদেশের সম্পদ। সম্মিলিত উদ্যোগ থাকলে নিজস্ব মেধাকে কাজে লাগিয়ে যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিশ্ব প্রতিযোগিতায় আমরা উপযুক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হব।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উম্মে সালমা তানজিয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থানের কারণে অচিরেই এতদঞ্চলের মানুষ পদ্মা সেতুর সুফল ভোগ করবে। দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সম্ভাবনাময় খাতগুলোতে অর্থনৈতিক গতিশীলতা সৃষ্টি করতে জেলা ব্রান্ডিং এর উদ্যোগ সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে যেহেতু ফরিদপুরে পাট উৎপাদনে দেশ সেরা এবং পাট ফরিদপুরের ব্রান্ড পণ্য। তাই পাটকে এগিয়ে নিয়ে যাওয়ার, সরকারের সব কর্মপরিকল্পনায় ফরিদপুর ভূমিকা রাখবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক কার্তিক চন্দ্র, ফরিদপুর চম্বার অব কমার্সের চেয়ারম্যান মি. জাহাঙ্গীর হোসেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. মশিউর রহমান, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, বিটিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ হুসাইনসহ স্থানীয় জন প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০২মার্চ/এসবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :