চকরিয়ায় দুই মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৩:২৫ | প্রকাশিত : ০৩ মার্চ ২০১৮, ০৯:১৬

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে উভয় যানের অন্তত ১০ যাত্রী।

শনিবার সকাল ছয়টার দিকে উপজেলার হারবাং গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে দুইজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন উখিয়ার বাসিন্দা ও একটি মাইক্রোবাসের চালক শহিদুল করিম এবং উখিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র শাহাবুদ্দিন। বাকি দুইজনের নামপরিচয় জানা যায়নি।

নিহতদের মধ্যে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

বানিয়াছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর-এ-আলম ঢাকাটাইমসকে জানান- সকালে হারবাং গয়ালমারা এলাকায় চট্টগ্রাম ও কক্সবাজারমুখী দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় ঘটনাস্থলে কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ১১ জন। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

ঢাকাটাইমস/৩মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :