শরীরে আগুন দিয়ে মাদকসেবির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০১৮, ১৫:০১

পুরান ঢাকার বংশাল থানার নাজিরাবাজার এলাকায় নিজের শরীরে আগুন দিয়ে এক মাদকসেবি আত্মহত্যা করেছেন। তার নাম মো. মাঈনুদ্দিন (৫০)।শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।

মৃত মাঈনুদ্দিনের ছোট ভাই মো. সোহেল ঢাকাটাইমসকে জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে স্টোভের চুলা থেকে কেরোসিন নিয়ে নিজের শরীরে ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয় মাঈন। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

মো. সোহেল বলেন, মাঈনুদ্দিন একটি ওয়েলডিংয়ের দোকানে কাজ করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। তার একমাত্র ছেলে ইমন বংশালের একটি সাইকেল তৈরির যন্ত্রাংশ বিক্রির দোকানে চাকরি করে। গত সপ্তাহের মাঈনুদ্দিনের সঙ্গে তার স্ত্রী সীমা বেগমের ঝগড়া হয়। পরে তিনি ঘরের সকল আসবাবপত্র ভেঙে ফেলেন। এ ঘটনায় তার স্ত্রী বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে মাঈনুদ্দিন ঘর থেকে বেরিয়ে অন্যত্র চলে যায়। গত দুইদিন ধরে আবারও ঘরে থাকেন তিনি।

মাঈনুদ্দিন পুরান ঢাকার বংশাল থানার নাজিরাবাজারের বাংলাদুয়ারের ৩৫ নম্বর বাড়ির মনু মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল ঢাকাটাইমসকে বলেন, মাঈনুদ্দিনের শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের চেষ্টা করছেন পরিবারের সদস্যরা।

ঢাকাটাইমস/০৩মার্চ/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

এই বিভাগের সব খবর

শিরোনাম :