রাণীনগরে বাল্য বিয়ে ভেঙে দিলো পুলিশ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০১৮, ১৫:৪৫

নওগাঁর রাণীনগরে পুলিশী হস্তক্ষেপে বুলবুলি আক্তার নামে দশম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে রাণীনগর থানা পুলিশ বাল্যবিয়ে বন্ধ করেন।

পুলিশ জানায়, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ছতরবাড়িয়া গ্রামের বুলু হোসেন তার মেয়ে বুলবুলি আক্তারের সাথে একই গ্রামের মো. সুলতানের বিয়ে ঠিক করেন। শুক্রবার সন্ধ্যায় গোপনে বিয়ের প্রস্তুতি চলছিল। এসময় গোপন খবরের ভিত্তিতে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমানের নির্দেশে অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) হাফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। এসময় পুলিশ কর্মকর্তা বুলবুলিকে বিয়ে না দেয়ার শর্তে মেয়ের দাদা আব্দুর রহমানের কাছ থেকে মুচলেকা নেন।

বুলবুলি আক্তার স্থানীয় আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০৩ মার্চ/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :