মাদারীপুরে বাস খাদে পড়ে হেলপারের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০১৮, ১৭:১৮

মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে। তার নাম মফিজ উদ্দিন। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছে। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরিয়াতুল্লাহ সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজ বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, শ‌নিবার দুপুর ২ টার দিকে সেতুর টোলপ্লাজার পাশে বাসটির এক চাকা রাস্তার পাশে বালুর মধ্যে দেবে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। যাত্রীবাহী বাসটি ভাঙ্গা থেকে কাঁঠালবাড়ী ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে হেলপার মফিজের মৃত্যু হয়। আহত হন কয়েকজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ‘যাত্রীবাহী বাসটি ভাঙ্গা থেকে কাঁঠালবাড়ী ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় সেতুর টোলপ্লাজার কাছাকাছি আসলে গাড়ির চাকা রাস্তার এক পাশের বালুর মধ্যে গেঁথে গেলেবাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই বাসটি হেলপার মফিজ উদ্দিনমারা যায়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৩মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :