চট্টগ্রামে ১৩ দোকান আগুনে পুড়ে ছাই

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৮, ০৯:৫৬

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিদ্যুতের শটসার্কিটের আগুনে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার রাত ১টা ৪০ মিনিটে উপজেলার চরপাথরঘাটা পুরাতন ব্রিজঘাট বাজারে এই আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের ভেতরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে তা পাশের গ্যাসের দোকানে ছড়িয়ে পড়ে। ১৩টি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় লোকজন রাজাখালি ফায়ার সার্ভিস দমকল বাহিনীকে সংবাদ দিলে তারা এসে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজাখালী ফায়ার সার্ভিস বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর জানান, আগুনে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ১৫ লাখ টাকা।

আগুনে রাজিবের কম্পিউটারের দোকান, মো. গাজী মিয়ার ফার্নিচার দোকান, তাহের সওদাগরের পানের দোকান, জহির আহমদের পানের দোকান, রবি আলমের অফিস সরঞ্জামাদি, আবদুল রশিদের কুলিং কর্নার, কালামের কুলিং কর্নার, হাজি মামুনের ফ্রিজ ও মুদি দোকান, শাহ আলমের চায়ের দোকান, মহিউদ্দীনের দোকান, তৈয়ব সওদাগরের দোকান, মোবারক এর অফিস ও নুরুল কবিরের দোকানের মালামালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি এম মঈন উদ্দিন জানান, আগুন লেগেছে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন।

তিনি জানান, আশেপাশের কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারেনি কীভাবে আগুন লেগে যায়।

সঠিক সময়ে দ্রুত দমকল বাহিনী এসে পড়ায় আরও ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৪মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা