মার্কিন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের কথা নিশ্চিত করল তেহরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৯:৫৬ | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৮, ১১:৪১

গত মাসে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হওয়া বার্ষিক নিরাপত্তা সম্মেলনের সময় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সাক্ষাতের খবর নিশ্চিত করেছে তেহরান। এছাড়া সে সময় সাবেক মার্কিন জ্বালানি মন্ত্রী আর্নেস্ট মোনিজের সঙ্গেও সাক্ষাৎ করেন জারিফ।

ইরান বলেছে, সর্বোচ্চ জাতীয় স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর ও বহুপাক্ষিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। পার্সটুডের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

জাওয়াদ জারিফ ৫৪তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত ১৮ ফেব্রুয়ারি জার্মানি সফরে যান। ওই সফরে তিনি নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখার পাশাপাশি বেশ কিছু দেশের বর্তমান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে জারিফ ও কেরির মধ্যে বৈঠকের কথা নিশ্চিত করে বলেছেন, ইরানের জাতীয় স্বার্থে জারিফ সবসময়ই এ ধরনের বৈঠক করেন এবং এটি নতুন কোনো বিষয় নয়।

২০১৫ সালের জুলাই মাসে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের অনুষ্ঠানে সাবেক ওই দুই মার্কিন মন্ত্রী উপস্থিত ছিলেন এবং তারা এই সমঝোতার ব্যাপারে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির ঘোর বিরোধী।

(ঢাকাটাইমস/০৪মার্চ/একে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

বিমান হামলায় হামাসের ২ সামরিক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :