৩৮তম বিসিএসের ফল পুনর্মূল্যায়ন দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৮, ১৫:৫৩

৩৮তম বিসিএসের ফল পুনর্মূল্যায়নের দাবিতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

রবিবার সকাল সাড়ে নয়টা থেকে পিএসসির সামনে শান্তিপূর্ণ অবস্থানের পর বেলা ১২টার দিকে চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন তারা।

জানা গেছে, চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল দেখা করতে গেলেও পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক তাদের সঙ্গে দেখা করেননি। এ বিষয়ে কোনো কথা বলতেও রাজি হননি তিনি। তবে, একজন শিক্ষার্থীর কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করে তিনি পরবর্তী সময়ে স্মারকলিপি দেখবেন বলে জানিয়েছেন।

পিএসসির সামনে অবস্থান নেয়া কয়েকশ চাকরিপ্রার্থীর দাবি, ভালো পরীক্ষা দিয়েও প্রিলিমিনারি পরীক্ষায় বাদ পড়েছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহমেদ রাজু ঢাকাটাইমসকে বলেন, পরীক্ষায় প্রায় ১২৪ নম্বর পাওয়ার আশা করলেও অকৃতকার্য হয়েছি। অপরদিকে পরিচিত অনেকেই ১০৪-১০৫ নম্বর পেয়ে সফল হয়েছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারহানা জানান, ৩৬ ও ৩৭ তম বিসিএসে ভাইভা দিয়েছি। ৩৮তম বিসিএসে ১২১টির মতো করেক্ট করেছি। কিন্তু উত্তীর্ণ হয়নি। অনেকে ১০৫ পেয়েও উত্তীর্ণ হয়েছে। ভালো পরীক্ষা দিয়েও এ ধরনের ফল হতাশাব্যঞ্জক।

ঢাকা কলেজের শিক্ষার্থী মেহেদি কবির জানান, ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে মোট ১৪টি অসঙ্গতিপূর্ণ ও ভুল প্রশ্ন ছিল। কিন্তু এ বিষয়ে পিএসসি কোন মানদণ্ড ধরে উত্তরপত্র মূল্যায়ন করেছে তা কারো কাছে স্পষ্ট নয়।

শিক্ষার্থীদের দাবি সাধরণ শিক্ষার্থীদের মধ্যে সাধারণ, পেশাগত ও কারিগরি ক্যাডারে ভিন্ন নম্বরে প্রার্থী উত্তীর্ণ হয়েছে। এ বিষয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তরে পঠিত বিষয়ে ভিন্ন ভিন্ন কাট মার্কসে শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বলে দাবি তাদের।

এছাড়া পূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত পিএসসির নষ্ট ওএমআর মেশিনের বিষয়টিও তুলে ধরেন তারা।

অতীতের সব রেকর্ড ভেঙে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেন তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী। গত বছরের ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার প্রায় দুই মাসের মাথায় ২৮ ফেব্রুয়ারি বিকালে ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এতে মোট ১৬ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। ফল প্রকাশের পর থেকেই পরীক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

তীব্র তাপদাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

তীব্র তাপদাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

স্থপতি ইনস্টিটিউটে মসজিদ স্থাপত্য নিয়ে সেমিনার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :