স্মার্টফোনের সুবিধা এবার টিভিতেও

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৮, ১৫:৪৮

স্মার্টফোনের প্রায় সকল সুবিধা উপভোগ করা যাবে এবারও টিভিতেও। এমনই একটি টিভি আনলো চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। মডেল এমআই টিভি ফোর এ। এটি একটি স্মার্টটিভি। এতে ওয়াইফাই কানেকটিভি, ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা রয়েছে।

৩২ ও ৪৩ ইঞ্চি ডিসপ্লেতে টিভি পাওয়া যাভে। এমআই টিভি ফোর এতে রয়েছে স্পিচ রেকগনিশন, ইউএসবি অ্যান্ড ইথারনেট পোর্ট, অ্যান্ড্রয়েড প্যাচওয়াল ইন্টারফেস।

শাওমির নতুন টিভির ডিসপ্লে ফুল এইচডি। এতে রয়েছে ১ জিবি র‌্যাম, ৮ জিবি স্টোরেজ। কোয়াড কোর অ্যামলজিক টি৯৬২ ৬৪ বিট প্রসেসর ব্যবহার করা হয়েছে টিভিথে। কানেকটিভিটির জন্য রয়েছে ওয়াইফাই ৮০২.১১ এসি(২.৪/৫ গিগাহার্জ ডুয়াল ব্যান্ড ওয়াইফাই) প্রভৃতি ফিচারও।

গত বছর মার্চ মাসে ৬৫ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৪৯ ইঞ্চি-র এমআই টিভি৪এ প্রথম আসে চীনে।

(ঢাকাটাইমস/৪মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :