অপরিকল্পিত পুকুর খননের প্রতিবাদে চাষিদের বিক্ষোভ

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৮, ১৯:০৭

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আংরার বিলে অপরিকল্পিতভাবে পুকুর খনন করার প্রতিবাদে কোদাল হাতে বিক্ষোভ করেছেন স্থানীয় চাষিরা। রবিবার দুপুরে পুকুর খনন বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার দাবিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। পরে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়া হলে চাষিরা ঘরে ফেরেন।

আন্দোলনরত চাষিরা জানান, আংরার বিলের পাঁচুবাড়ী শ্রীধারপুর এলাকায় আবাদি জমিতে অপরিকল্পিতভাবে একের পর এক পুকুর খনন করা হচ্ছে। এতে বিলের পানি নিষ্কাষন পথ বন্ধ হয়ে পড়ায় কৃষকের জমি পানিতে তলিয়ে আছে। চাষাবাদ করতে পারছেন না তারা। এ নিয়ে কয়েক দফা অভিযোগ দিয়েও কাজ না হওয়ায় বিক্ষোভ করেছেন কৃষকরা।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার সমর কুমার পাল বলেন, চাষিদের বুঝিয়ে ঘরে ফেরানো হয়েছে। সরেজমিনে পরিদর্শন শেষে এ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/০৪ মার্চ/আরআর/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :