নির্মিত হচ্ছে আর্ট ফিল্ম ‘সর্বসংহা’

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৮, ১৯:৫৬

তরুণ উদীয়মান মডেল তারকা ফোয়াদ আহমেদ অয়নের নতুন আর্ট ফিল্ম ‘সর্বসংহা’ শিগগির মুক্তি পেতে ফিল্মটির শুটিং চলছে। আর্ট ফিল্মটি মুলত সন্তানের প্রতি মায়ের ধৈর্যশীলতা ও দায়িত্ববোধের বিষয়টি মাথায় রেখে নির্মিত হচ্ছে।

আর্ট ফিল্মের ওয়েতে এটি পরিবেশন করা হবে।

আমির হোসেন, ডা. আব্দুস সালাম ও এ আর মিডিয়া প্রযোজিত ফিল্মটি পরিচালনা করেছে টাঙ্গাইলের ফোয়াদ আহমেদ অয়ন।

ফিল্মটির শুটিং শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি। টাঙ্গাইলে পাঁচ দিনব্যাপী শুটিং শেষে পরবর্তী শুটিং ঢাকায় সমাপ্ত করা হবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন একটি কনসেপ্ট নিয়ে কাজ করা হয়েছে এই ফিল্মটিতে। যেটি সচরাচর টিভি বা ফিল্মে দেখা যায়নি।

ফিল্মটি সম্পর্কে পরিচালক ফোয়াদ আহমেদ অয়ন বলেন, আর্ট ফিল্ম হিসেবে এটিই আমার প্রথম নির্মিত। আশা করি, এই চলচিত্রটি বাংলাদেশের জন্য সম্মান ও সুফল বয়ে আনবে এবং খুব সহজেই এটি মানুষের মনে স্থান করে নিতে পারবে। প্রকৃত পক্ষে একজন মা হিসেবে ছেলের প্রতি কতটুকু ধৈর্যশীল ও দায়িত্ববান থাকা দরকার তা এই ফিল্মটিতে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেজন্যই এটির নাম দেয়া হয়েছে সর্বসংহা।

ফিল্মটিতে চিত্রনায়ক হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ, চিত্রগ্রাহক হিসেবে আছেন এনামুল হক সোহেল।

অন্যান্য চরিত্রে অভিনয় করছে টাঙ্গাইলের আমির হোসেন, মনি আহমেদ, বাঁধন, নতুন মুখ স্বর্ণা, আনিকা, তুলি ও ডা. আব্দুস সালামসহ অন্যরা।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/আরকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :