ভৈরবে তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

ভৈরব প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৮, ২০:৪৭

কিশোরগঞ্জের ভৈরবে বাউল গানের আসরে বসা নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ দুই শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

রবিবার দুপুর দেড়টায় পৌর শহরের চন্ডিবের পলতাকান্দা ও কালিপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পৌর শহরের কালীপুর গ্রামে শনিবার রাতে বাউল গানের আসর বসে। এতে বসার স্থান নিয়ে পলতাকান্দা এলাকার কয়েকজন যুবকের সঙ্গে কালীপুর এলাকার যুবকদের বাকবিতণ্ডা বাধে। রবিবার সকালে কালীপুর এলাকার যুবকরা ভৈরব বাজারে যাওয়ার পথে তাদের মারধর করেন পলতাকান্দা এলাকার যুবকরা। এ খবর কালীপুর এলাকায় ছড়িয়ে পড়লে কালীপুরবাসী লাঠিসোটা, হকিস্টিক, দা, বল্লাম নিয়ে পলতাকান্দার লোকজনের ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রামের হাজার হাজার লোক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। তাদের মধ্যে ১৫ জনকে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালসহ আরো ৫ জনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পার্শ্ববর্তী থানা কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদীসহ কিশোরগঞ্জ জেলা থেকে পুলিশ ঘটনাস্থলে আসে। সংঘর্ষ থামাতে পুলিশ প্রায় দুই শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মির্জা সুলাইমান ও স্থানীয় দুজন কাউন্সিলর আহত হন।

পরে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ, ভৈরব চেম্বার সভাপতি আবদুল্লাহ আল মামুন উভয়পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

(ঢাকাটাইমস/০৪ মার্চ/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :