রাজশাহীতে মাদক সিন্ডিকেটের গডফাদার গ্রেপ্তার

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৮, ২২:০৬

রাজশাহীর বাঘা-চারঘাট উপজেলার মাদক সিন্ডিকেটের গডফাদার আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নামে ১৯টি মামলা রয়েছে। তিনি উপজেলার রাওথা গ্রামের আশরাফ আলীর ছেলে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আফজালের বিরুদ্ধে চারঘাট ছাড়াও পার্শ্ববর্তী বাঘা, নাটোরের লালপুর, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টি মামলার বিচার চলছে আদালতে। দুটি মামলার তদন্ত চলছে। অস্ত্র আইনের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে বেড়াতেন। আফজাল থানার এক নম্বর তালিকাভুক্ত মাদক বিক্রেতা।

ওসি জানান, রাওথা গ্রামের একটি পুকুরপাড়ে ঘর বানিয়ে সেখানে লুকিয়ে থাকতেন আফজাল। গোপন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় চারঘাট থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় একটি দেশীয় অস্ত্রসহ আফজালকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/০৪ মার্চ/আরআর/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :