রংপুরে গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১০:২৬ | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৮, ০৮:৪৪
প্রতীকী ছবি

রংপুরের পীরগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া আহত হয়েছেন আরও একজন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

সোমবার ভোরে উপজেলার মাদারপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে মাদারপুর গ্রামে পিকআপ ভ্যান নিয়ে কয়েকজন গরু চুরি করতে গেলে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে তিনজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় নাজমুল নামে একজন। বাকিরা পালিয়ে যায়।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম রাজু। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় তার বাড়ি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোরেরা উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি করে আসছিল। গত এক মাসে এই উপজেলায় প্রায় শতাধিক গরু চুরির ঘটনা ঘটে। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/৫মার্চ/আরআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :