ফরিদপুরে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের ৬ দফা দাবি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৮, ১৬:৪২

বেতন বৈষম্য দূরীকরণসহ ছয় দফা দাবি বাস্তবায়নে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা মাঠকর্মীরা। দাবি বাস্তবায়নে মানববন্ধন শেষে স্মারকলিপি দিয়েছেন তারা।

সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার সামনে আয়োজিত মানববন্ধনে ৬ দফা দাবি তুলে ধরেন বক্তারা। এসময় ন্যায্য পদোন্নতির বাস্তবায়ন, মাঠপর্যায়ে কর্মক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসন, এফডব্লিউএ’দের টেকনিক্যাল পদমর্যা্দা প্রদান, পদমর্যাদা অনুযায়ী বেতন স্কেল নির্ধারণ, কর্মীদের সিলেকশন গ্রেড নিশ্চিতকরণ এবং এফডব্লিএ’দের এফডব্লিউভি পদে ইনসার্ভিস ট্রেনিংয়ের সুযোগ দেয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে আব্দুল আলিম, মুজিবুর রহমান, আবু জাফন সিদ্দিকী, জাকির হোসেন, কার্ত্তিক চন্দ্র শীল, নাছিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন কর্মসূচি শেষে পরিবার পরিকল্পনা মাঠকর্মীরা উপজেলা নির্বাহী কর্তকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে পরিবার পরিকল্পনা মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন।

(ঢাকাটাইমস/০৫ মার্চ/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :