পুলিশে চাকরির প্রলোভন, দুই প্রতারক গ্রেপ্তার

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৮, ১৬:৫৮

ঘুষেরি বিনিময়ে পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখানোর অভিযোগে রাজশাহীতে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইনের সামনে থেকে তাদের গ্রেপ্তারের পর রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানায় সোপর্দ করা হয়।

সোমবার সকালে পুলিশ তাদের আরএমপিও অধ্যাদেশে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন, জেলার পবা উপজেলার বড়গাছি গ্রামের কবির থান্দারের ছেলে মো. মতিন ও একই উপজেলার কাঞ্চিয়া গ্রামের আবদুল হকের ছেলে মমিনুল ইসলাম।

জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রবিবার জেলা পুলিশ লাইনে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রত্যাশীদের শারীরিক পরীক্ষা চলছিল। সন্ধ্যার দিকে চাকরি প্রার্থীরা পুলিশ লাইন থেকে বের হচ্ছিলেন। এসময় আটক দুই প্রতারক চার-পাঁচ লাখ টাকা দিলে প্রার্থীদের চাকরি দেয়ার দেয়ার প্রলোভন দিচ্ছিলেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কয়েকজন অভিভাবক পুলিশে জানায়। পরে তাদের আটক করে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়।

(ঢাকাটাইমস/০৫ মার্চ/আরআর/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :