আখাউড়ায় ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৮, ১৭:০৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি করেছে একটি প্রতারকচক্র। রবিবার এ চক্রটি ইউএনওর নম্বর ক্লোন করে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ পাইয়ে দেয়ার কথা বলে চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি করে। এ ঘটনায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, প্রতারক চক্রটি ইউএনওর ক্লোন করা নম্বর থেকে মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন, ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল হক বাছির ও মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল ভূঁইয়াকে ফোন করে চাঁদা দাবি করে।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন ঢাকাটাইমসকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন বরাদ্দের কথা বলে টাকা দাবি করে প্রতারকচক্র। কিন্তু ইউএনওর কণ্ঠস্বরের সঙ্গে পরিচিত থাকায় প্রতারক চক্রের প্রলোভনে কেউ সাড়া দেয়নি।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে জানান, সরকারি মোবাইল নম্বর (০১৭০৫৪১১২৩৭) ক্লোন করে দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিনের ব্যক্তিগত মোবাইল নম্বরে (০১৭৪০৬০৩৭৩৫) ফোন করে (০১৯০৬৬৬৩০০৮)-এ নম্বরে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠাতে বলে। পরবর্তী সময়ে অন্য মোবাইল নম্বর (+৮৮০১৯০৬৬৬৩০০৩) থেকে ফোন করে চেয়ারম্যানকে পুনরায় টাকা পাঠাতে বলে প্রতারকচক্র। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, প্রতারক চক্রটি শনাক্ত করতে তদন্ত চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/০৫মার্চ/প্রতিনিধি/ডিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :