‘শিল্পী নাহিদ হত্যাকারীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে’

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৮, ১৭:৫৫

দিনাজপুরের তরুণ শিল্পী ও সাংস্কৃতিক কর্মী নাহিদুর রহমান নাহিদ হত্যার বিচারের দাবিতে সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক কর্মীরা মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছে।

দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে সোমবার দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বক্তারা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ তৎপর হলেই হত্যাকারীদের খুঁজে বের করা সম্ভব।

গত ২৬ ফেব্রুয়ারি রাতে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ইয়াম্মী চাইনিজ রেস্তোরাঁয় একটি পার্টিতে অংশ নিতে এসে দুর্বৃত্তদের টার্গেট হয় তরুণ শিল্পী ও সাংস্কৃতিক কর্মী নাহিদুর রহমান নাহিদ। তাকে অসচেতন অবস্থায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :