রাজশাহীর নতুন এসপির চ্যালেঞ্জ জঙ্গি ও মাদক

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৮:৩৬ | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৮, ১৮:৩৩

জঙ্গি এবং মাদক নির্মূলকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন রাজশাহীর নতুন পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ। তিনি বলেছেন, রাজশাহীতে যে জঙ্গি এবং মাদক কারবারিরা স্বক্রিয়- তা যোগদানের আগেই তিনি শুনেছেন। এ দুটি সমস্যা কটিয়ে ওঠাটাই তার কাছে বড় চ্যালেঞ্জ।

সোমবার সকালে এসপি মো. শহীদুল্লাহ তার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এ কথা বলেন। পুলিশের এই কর্মকর্তা গত বৃহস্পতিবার রাজশাহীতে যোগ দিয়েছেন। এরপরই তিনি জেলা মহানগরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন।

মতবিনিময়কালে নতুন এসপি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। বলেন, জঙ্গি ঠেকাতে জেলা পুলিশ আগে থেকেই প্রশংসনীয় ভূমিকা রেখেছে। তবে মাদকের ভয়াবহতা এখনও আছে। এ দুই ইস্যুতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান।

এসপি বলেন, জেলা পুলিশের কোনো কর্মকর্তা কিংবা সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে তিনি সাংবাদিকদেরও সহায়তা কামনা করেন।

মো. শহীদুল্লাহ বলেন, সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের যোগাযোগ বৃদ্ধি করতে আগামী এক সপ্তাহের মধ্যে তার কার্যালয়ে একটি মিডিয়া সেল খোলা হবে। সেখান থেকে একজন সহকারী পুলিশ সুপার সাংবাদিকদের তথ্য প্রদান করবেন। এতে তথ্য পেতে সাংবাদিকদের ভোগান্তি কমবে।

মতবিনিময়কালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সমুখ সুপার আবদুর রাজ্জাক খান, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন নিউজপোর্টালের সংবাদকর্মীরা অংশ নেন।

(ঢাকাটাইমস/৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :