‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র কৃতজ্ঞতা

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৮, ১৯:৩২
ফাইল ছবি

সকল ক্ষেত্রে কোটা প্রথা পুনর্মূল্যায়ন চেয়ে করা রিট আবেদন হাইকোর্ট সরাসরি খারিজ করে দেয়ায় মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সোমবার বিকাল সাড়ে পাঁচটায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এক সভায় এ কৃতজ্ঞতা জানানো হয়।

হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম-মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, সাবেক ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার আমির হোসেন মোল্লা, কমান্ডার মোশরাফ হোসেন, মুক্তিযোদ্ধা মাহমুদ পারভেজ জুয়েল, মুক্তিযোদ্ধা আ. লতিফ, আব্দুল গফুর, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, প্রেসিডিয়াম সদস্য এমদাদুল হক, মো. নুরুজ্জামান ভুট্টো, লুবনা খানম, সহ-সভাপতি আমিনুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহপরান সিদ্দিকী তারেক, ঢাকা মহানগরের সহ-সভাপতি মো. সালাউদ্দিন, কাজী জাহাঙ্গীর হোসেন মিলন, মহানগর নেতা জাকির হোসেন প্রমুখ। তারা বলেন, স্বাধীনতার এ মাসে হাইকের্টের এ সিদ্ধান্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা কৃতজ্ঞতার সাথে স্মরণে রাখবে। আদালত সব সময় সত্য ও ন্যায়ের পথে থাকেন।

তারা আরও বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মুক্তিযোদ্ধা কোটাসহ সকল কোটা বাতিলের আন্দোলনে নেমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। জাতিকে বিভ্রান্ত করতে উচ্চ আদালতে রিট করেছে। আদালতের এ রায়ের ফলে আইনীভাবে বিষয়টি মীমাংসিত হয়েছে বলে আমরা মনে করি। আমরা আশা করছি, ভবিষ্যতে এ বিষয়ে আর কেউ রিট করবেন না।

তারা বলেন, আদালত এ বিষয়টি যেহেতু মীমাংসা করেছে, সেহেতু যারা এ বিষয়ে আন্দোলনরত আছেন- তারা হাইকোর্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের ভবিষ্যৎ কর্মসূচি বাতিল করবেন।

(ঢাকাটাইমস/৫মার্চ/বিজ্ঞপ্তি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :