নরসিংদীতে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৮, ১৯:৫৭

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। সোমবার দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার ভেলানগর বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) মাহবুবুর রহমান ফারুকী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

মাহবুবুর রহমান ফারুকী জানান, স্থানীয় বিভিন্ন মহল দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে স্থায়ী ও অস্থায়ী দোকানপাট, যানবাহনের টিকেট কাউন্টার ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। এতে সড়ক অপ্রশস্ত হয়ে পড়ায় যান চলাচল ও জনগণের যাতায়াতে বিঘ্নসহ অহরহ দুর্ঘটনা ঘটে আসছিল। এসব অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে একাধিকবার মাইকিং করা হয়। এতে অনেকে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেয় এবং বাকি সব অবৈধ স্থাপনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে এই মহাসড়কের পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৫মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :