নড়াইলে স্ত্রীর ওপর অ্যাডিস নিক্ষেপে স্বামীর যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৮, ২০:০৭

নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে স্ত্রী হেলেনা খানমের ওপর যৌতুকের দাবিতে নির্যাতন ও অ্যাডিস নিক্ষেপের মামলায় স্বামী এমদাদুল হক সাগরকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

সোমবার (৫ মার্চ) বিকালে অতিরিক্ত জেলা ও দারা জজ সানা মোহাম্মদ মারুফ হোসাইন এ আদেশ দেন। এ মামলা হেলেনা খানমের শ্বশুর আয়ূব হোসেন, শাশুড়ি রোকেয়া বেগম ও ননদ সুমি খানমকে খালাস দিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের এমদাদুল হক সাগরের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে হেলেনা খানমের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে হেলেনার ওপর নির্যাতন করত স্বামী সাগরসহ শ্বশুরবাড়ির লোকজন। এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ১০ জুন হেলেনাকে নির্যাতন করে তার ওপর অ্যাডিস নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় স্বামী সাগরসহ শ্বশুর আয়ূব, শাশুড়ি রোকেয়া ও ননদ সুমিকে আসামি করে হেলেনার বাবা হাবিবুর রহমান লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। ৩২ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

(ঢাকাটাইমস/০৫মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :