কোটা সংস্কারের দাবিতে পাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৮, ২০:৩৫

চাকরি ক্ষেত্রে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোকলেছুর রহমান, মানিক, রিপন, শামীম, নয়ন, সাজেদুর রহমান, নুরুল নবী, আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে।

তারা বলেন, কোটা ব্যবস্থার সংস্কার করে ৫৬% থেকে ১০% এ নিয়ে আসতে হবে। কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয়, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা, চাকরির নিয়োগ পরীক্ষায় সবার জন্য অভিন্ন কাটমার্ক ও বয়সসীমা করে কোটায় যোগ্যপ্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ করতে হবে।

(ঢাকাটাইমস/০৫মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :