গ্যাস যাবে শুধু শিল্পে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৮, ২০:৫৯
ফাইল ছবি

পাইপলাইনে গ্যাসের আবাসিক সংযোগ দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, একেকটি বাড়িতে চুলায় যে গ্যাস পুড়ে তা শিল্পে দিলে দুইশ লোকের চাকরি দেয়া যায়।

সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশে গ্যাসের মজুদ শেষ হয়ে আসা এবং চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে সরকার বিদেশ থেকে তরল গ্যাস বা এলএনজি নিয়ে আসছে। মে মাস থেকেই এই গ্যাস শিল্পে সংযোগ দেয়া হবে।

সরকার নতুন করে গ্যাসের আবাসিক সংযোগ দিচ্ছে না। এর বদলে রান্নার জন্য এলপি গ্যাসের বাজার বাড়াতে চাইছে।

এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আবাসিক একটি চুলায় গ্যাস দেয়ার মানে দুইশ লোকের চাকরি হরণ করা। তাই পরিকল্পিতভাবে শুধু শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করে সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।’

বিএনপি-জামায়াত জোট সরকার গ্যাস এবং বিদ্যুতের উন্নয়নে কোনো কাজ করেনি জানিয় প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে বাংলাদেশকে আলোকিত করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও জয়ী করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে ভুল করলে দেশ পাকিস্তানের অংশ হয়ে যাবে।’

সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত কলেজের নবীনবরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। তিনি বলেন, ‘শিক্ষাবিদ ড. জাফর ইকবালের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়। এ হামলা মুক্তচিন্তা ও প্রগতিশীলতার বিরুদ্ধে জঙ্গিবাদ এবং অপশক্তির হামলা। জনতার সম্মিলিত শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে।’

স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের শুভেচ্ছা দূত রাশেক রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, অধ্যক্ষ রেনুবর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন, চট্টগ্রাম আবাহনীর পরিচালক নাজমুল করিম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী, পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ প্রমুখ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে চলচ্চিত্র নায়িকা পূর্ণিমা এবং জনপ্রিয় শিল্পী হৃদয় খান, বেলাল খান ও ঐশী সঙ্গীত পরিবেশন করেন।

ঢাকাটাইমস/০৫মার্চ/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :