চট্টগ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতার বাসা লক্ষ্য করে গুলি

জে জাহেদ, চট্টগ্রাম
| আপডেট : ০৬ মার্চ ২০১৮, ০০:১১ | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৮, ২২:৫৬
ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর নন্দনকানন এলাকায় যুবলীগের কেন্দ্রীয় উপ-অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।

হামলার সময় যুবলীগ নেতা বাসায় ছিলেন না। গুলি লেগেছে বাবরের গাড়ি ও বাড়ির দেয়ালে। কারা এবং কেন এই হামলা করেছে, সেটি স্পষ্ট নয়। আর এই ঘটনায় মামলা হয়েছে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পরে রাতেই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে।

ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাবর ভাই ঢাকায় আছেন। তার সাদা জিপটি ডিসি হিলের অদূরে নিজ বাড়ির সামনে পার্ক করা ছিল। ড্রাইভারসহ সবাই বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় নীল রঙের একটি প্রাইভেট কার দ্রুত গতিতে এসে উপর্যুপরি চার রাউন্ড গুলি করে। তিন রাউন্ড গুলি তার গাড়িতে লাগে। এক রাউন্ড বাড়ির দেয়ালে বিদ্ধ হয়।’

এ ঘটনার পর বাবরের অনুসারী নেতাকর্মীরা তার বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্দরা নন্দনকান ও জুবলী রোড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

পুলিশ কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, ‘দুর্বৃত্তরা নীল রঙের একটি প্রাইভেট কারে এসে গুলি করে বোস ব্রাদার্সের সামনে দিয়ে গাড়ি চালিয়ে রাইফেল ক্লাবের দিকে চলে গেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে গিয়ে গাড়িতে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। একটি গাড়ির জানালার কাঁচে, অন্যটি গাড়ির বডিতে। এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা খতিয়ে দেখছি।’

ঢাকাটাইমস/০৫মার্চ/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :