'পরমাণু সমঝোতা নস্যাৎ হলে সবাইকে আক্ষেপ করতে হবে'

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৮, ১৪:৫৪

তেহরানের সঙ্গে ছয় জাতির সই হওয়া পরমাণু সমঝোতা বানচাল করা হলে সবাইকে আক্ষেপ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

তেহরান সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁর সঙ্গে সোমবার এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

রুহানি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদার করার জন্য এ সমঝোতাকে বাঁচিয়ে রাখা জরুরি। পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র বহুদিন থেকে হুমকি দিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের হুমকির বিষয়ে রুহানি বলেন, ‘আমরা অবশ্য যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত তা যদি আমাদের অনুকূল না-ও হয়।’

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক ফোনালাপেও পারমানবিক চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেন রুহানি।

এছাড়া গত রবিবার পারমানবিক এ চুক্তির বিষয়ে আন্তর্জাতিক আনবিক শক্তিসংস্থা (আইএইএ)'র প্রধান ইউকিয়া আমানো বলেন, ‘২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ইরান মেনে চলছে। এ সমঝোতা ভেঙে পড়লে তা হবে বড় ধরনের ক্ষতি।’

(ঢাকাটাইমস/৬মার্চ/একে)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :