মশা মারতে ‘ডেইজী কামান’ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৭:২০ | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৮, ১৬:৩৪

‘মশা মারতে কামান দাগানো’ এই প্রবাদের সঙ্গে কমবেশি সবাই পরিচিত। মশায় অতিষ্ট রাজধানীবাসীকে মুক্তি দিতে অনেকটা কামান দাগানোর ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন। চালু করা হয়েছে হটলাইন। মশার যন্ত্রণায় পড়লে তাতে ফোন করলে ২৪ ঘণ্টার মধ্যে ওষুধ ছিটিয়ে দেবে সিটি করপোরেশন।

এই যখন অবস্থা এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সংরক্ষিত ওয়ার্ডের একজন কমিশনার মশা নিধনের কর্মীদের নিয়ে অ্যাকশনে নেমেছেন। ডিএনসিসির প্যানেল মেয়র সদস্য আলেয়া সারোয়ার ডেইজী নামের এই জনপ্রতিনিধির মশা মারার কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইরাল হয়েছে। অনেকেই তার এমন অ্যাকশনের সমালোচনা করে একে নগরবাসীর প্রতি বিদ্রুপ হিসেবে দাবি করছেন।

ডিএনসিসির ফেসবুক পেজ থেকে এমন একটি ভিডিও ও ছবি পোস্ট করে লেখা হয়েছে, প্যানেল মেয়র সদস্য আলেয়া সারোয়ার ডেইজীর নেতৃত্বে এয়ারপোর্ট এলাকায় মশা নিধনের ঔষধ ছিটানো হচ্ছে। সোমবার এটি পোস্ট করা হয়।

ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির উপরে দাঁড়িয়ে আছেন ডেইজী। দুইপাশে দাঁড়িয়ে মশা মারার ফগার মেশিন দিয়ে স্প্রে করছেন দুই কর্মী। এটি আবার ভিডিও করছেন নারী কমিশনার নিজেই। এভাবেই এগিয়ে যাচ্ছেন সামনের দিকে।

এই ভিডিওটি শেয়ার করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আনু মুহাম্মদ ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ঢাকা নগরবাসীর জন্য সিটি করপোরেশনের কৌতুক পরিবেশনা।’

শাকিল আবদুল্লাহ আল মাহমুদ নামে একজন ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘গাড়ি দিয়ে দৌড়ানি দিয়া ঔষধ ছেটাইলে যদি মশা মরতো তাইলে প্লেন দিয়ে ছিটাক বেশি মরবো মশা। হোয়াই এ রাবিশ আইডিয়া!।’

৭১ টেলিভিশনের রিপোর্টার মনির মিল্লাত মশার ওষুধ ছিটানোর ছবি পোস্ট করে লিখেছেন, ‘মশারা ভয় পাক বা না পাক, অ্যাকশন দেখে আমি ভয় পাইছি। যেন সিরিয়ায় আইএসবিরোধী লড়াই চলছে। ওপাড় থেকে মশা মারার এই দৃশ্য দেখে, প্রয়াত মেয়র আনিসুল হকও হয়তো লজ্জিত, বিব্রত!!!’

সজল নূর নামে একজন লিখেছেন, ‘প্যানেল মেয়র সদস্য আলেয়া সারোয়ার ডেইজীর নেতৃত্বে এয়ারপোর্ট এলাকায় মশা নিধনের জন্য ঔষধ ছিটাচ্ছে! হতবাক হলাম! মনে করেছিলাম কোনো সিনেমার শুটিং চলছে পরে আসলেই অবাক! আমার দেশ বাংলাদেশকে প্রতিনিয়ত কমেডির আস্তানা বানাচ্ছে এই লোকদেখানো রাজনীতিবিদগুলো। একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এমন হাবাইত্তার মতো মশার ঔষধ দিয়ে বেড়াচ্ছে! সেটা আবার ভিডিও করছে অদ্ভূত!! নির্ঘাত তখন কোনো বিদেশি এ দৃশ্য দেখলে হাসতে হাসতে গলার রগ ছিঁড়ে মারা যেতো।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুল ইসলাম লিখেছেন, ‘আমি ডরাইছি। আমার ভোট আফনারেই দিমু যান।’

ডিএনসিসির ফেসবুক পেজেও ভিডিওর নিচে অনেকে সমালোচনা করে মন্তব্য করছেন।

(ঢাকাটাইমস/০৬মার্চ/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :