‘জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলা যেন অতলে হারিয়ে না যায়’

সিলেট ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৮, ১৯:৩১

বরেণ্য লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ মামলা যেন অন্যান্য ঘটনাগুলোর মতো অতলে হারিয়ে না যায় এ ব্যাপারের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মৌন মিছিল শেষে আয়োজিত সমাবেশে একাত্মতা পোষণ করে তিনি এই কথা বলেন।

গত শনিবার বিকালে অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার শাবিপ্রবি ক্যাম্পাসে মৌন মিছিল করে শাবি শিক্ষার্থীরা।

এরপর উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বরাবরে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে শাবিপ্রবি ক্যাম্পাসে মৌন মিছিল করেন শিক্ষকরাও। এ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সমাবেশে বুধবার গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান।

(ঢাকাটাইমস/০৬মার্চ/এমএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :