কুবিতে যৌন নিপীড়ন প্রতিরোধে সেল

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৮, ২০:৩৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃ-বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে প্রকাশ্যে টাকার বিনিময়ে যৌন হয়রানির অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের এ সম্পর্কিত বিচারালয় যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে ‘অভিযোগ কমিটি’ (যৌন নিপীড়ন প্রতিরোধ সেল) পুনর্গঠন করা হয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগ প্রদানের ১৬ দিন পর সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ সেল পুনর্গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের। ইতোপূর্বে এই সেলটি নামমাত্র থাকলেও কার্যত ছিল অচল।

নবগঠিত এই সেলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটিতে রয়েছেন- রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (আহ্বায়ক); প্রভোস্ট, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সদস্য); দিলনাশিঁ মোহসেন, প্রধান নির্বাহী, দুঃস্থ মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশন, কুমিল্লা (সদস্য); পাপড়ী বসু, সভাপতি, নারী দীপিতা, কুমিল্লা (সদস্য) ও প্রক্টর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সদস্য-সচিব)।

এদিকে ছাত্রীকে যৌন হয়রানির বিচার প্রসঙ্গে জানতে চাইলে কমিটির আহ্বায়ক, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের জানান, বিশ্ববিদ্যালয় প্রক্টরের এ সম্পর্কিত লিখিত প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

অভিযোগ কমিটি কবে নাগাদ তদন্তের কাজ শেষ করবে এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেন, এ বিষয়ে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি নৃ-বিজ্ঞান বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী তাহমীদ পলাশ নিজ বিভাগের এক ছাত্রীকে প্রকাশ্যে টাকার বিনিময়ে অবৈধ সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই ছাত্রী। এ বিষয়ে তিনি গত ১৩ ফেব্রুয়ারি নিজ বিভাগীয় প্রধান ও ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।

(ঢাকাটাইমস/৬মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :