পাবনায় কবিরাজকে হাত-পা বেঁধে হত্যা

নিজস্ব প্রতিবেদক, পাবনা
| আপডেট : ০৬ মার্চ ২০১৮, ২১:০০ | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৮, ২০:৫৫

পাবনার চাটমোহরে দিন-দুপুরে নিজ বাড়িতে সত্তর বছরের হারাধন ভট্টাচার্য নামে এক হিন্দু কবিরাজকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হারাধন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি চিরকুমার ছিলেন এবং কবিরাজি পেশার সাথে জড়িত ছিলেন।

নিহত হারাধন ভট্টাচার্যের ভাতিজা তুষার ভট্টাচার্য জানান, প্রতিবেশীদের দেয়া সংবাদে আমি ওই বাড়িতে গিয়ে দেখি নিজের শোবার কক্ষে তার হাত-পা বাঁধা মৃতদেহ পড়ে আছে। পরে আমরা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পৌঁছে।

তুষার আরো জানান, প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি, ৩/৪ জন বোরখা পড়া মহিলা বাড়িতে এসেছিল। ওই মহিলারা বাড়ি থেকে চলে যাওয়ার পর স্থানীয়রা নিজ ঘরে হারাধন ভট্টাচার্যকে হাত-পা বাঁধা ও মৃত অবস্থায় দেখতে পায়। ঘর তছনছ অবস্থায় পাওয়া গেছে, আর ঘরের মধ্যে ইনজেকশেন দেয়ার সিরিঞ্জ পাওয়া গেছে। কিভাবে তাকে হত্যা করা হয়েছে- তা বোঝা যাচ্ছে না। তবে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। কিভাবে হত্যা করা হয়েছে- তা নিশ্চিত হওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

(ঢাকাটাইমস/৬মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :