গণবিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের বিভাগীয় নির্বাচন ২২ মার্চ

গবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৮, ২১:৪৮

সাভারের গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের তৃতীয় কার্যনির্বাহী কমিটির বিভাগীয় নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনয়নপত্র বিতরণ ১০ মার্চ, মনোনয়ন পত্র জমা ১১ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১২ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহার ১৪ মার্চ আর ১৫ মার্চ চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের ২২ জন বিভাগীয় প্রার্থীর জন্য এ নির্বাচন।

এর আগে ১৫ ফেব্রুয়ারি ৬টি পদে নির্বাচন অনু্ষ্ঠিত হয়। পদগুলো হলো সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রিয়া সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, প্রচার ও সমাজসেবা সম্পাদক।

ছাত্র সংসদ উপদেষ্টা মীর মুর্ত্তজা আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গতিশীল করা, অরাজনৈতিক ছাত্র নেতৃত্ব সৃষ্টি করা এ নির্বাচনের লক্ষ্য।

প্রধান নির্বাচন কমিশনার ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সিরাজুল ইসলাম জানান, প্রতি বছর নির্বাচন আয়োজন করা সম্ভবপর না হওয়ায় ছাত্র সংসদের মেয়াদকাল এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করা হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র গণবিশ্ববিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ।

(ঢাকাটাইমস/৬মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :