আটজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা ট্রাইব্যুনালে প্রেরণ

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৫:৫২ | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৮, ১৫:০৭

নেত্রকোণায় মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটজনকে আসামি করে দায়ের করা একটি মামলা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

বুধবার দুপুরে নেত্রকোণা বিচারিক হাকিম আদালত-৪ এর বিচারক সৈয়দ আব্দুল্লাহ-আল-হাবিব শুনানি শেষে এই আদেশ দেন।

২৮ ফেব্রুয়ারি আদালতে কেন্দুয়া উপজেলার হারুলিয়া গ্রামের শিব্বির আহমেদ নামের এক ব্যক্তি নেত্রকোণা বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেছিলেন।

আসামিদের মধ্যে তিনজন হলেন হারুলিয়া গ্রামের আবু আশরাফ মিসবাহ উদ্দিন (৭৭), মহিউদ্দিন আহমেদ (৭০) ও গাজী রহমান ওরফে আলতু মিয়া (৮০)। বাকি পাঁচজনকে অজ্ঞাত পরিচয় দেখানো হয়েছে মামলায়।

মামলার বরাত দিয়ে আইনজীবী মো. শহিদুল্লাহ ঢাকাটাইমসকে জানিয়েছেন, মুক্তিযুদ্ধের সময় আসামিরা স্বাধীনতাবিরোধী সংগঠন শান্তি কামিটি গঠন করেছিল। পরে তারা এলাকায় রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী গঠন করে নিরীহ মানুষ হত্যা, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটতরাজ চালান।

অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের শুরুর সময় ১৩৭৮ বাংলা সালের ৭ ভাদ্র দুপুরে আসামিরা পাকিস্তানি সেনাদের নিয়ে কেন্দুয়ার চিথোলিয়া পাল বাড়িতে আগ্নিসংযোগ এবং আশুতোষ পালসহ সাতজনকে গুলি করে হত্যা করে। একই দিন গোপালাশ্রম গ্রামের ধর বাড়ি ও ডাক্তার বাড়িতে অগ্নিসংযোগ করে।

এর পাঁচ দিনের মাথায় ১২ ভাদ্র আসামিরা এলাকার চিকিৎসক খগেন্দ্র বিশ্বাসসহ চারজনকে ধরে ধোপাগাতি গ্রামের জামে মসজিদের সামনে রাজী নদীর নালায় নিয়ে হত্যা করে ফেলে রাখেন। একই দিন এলাকায় বহু বাড়ি-ঘরে আগ্নিসংযোগ, লুটতরাজ ও ধর্ষণ চালান।

শহিদুল্লাহ আরো জানান, ওই দুই দিনই আসামি ও পাকিস্তানি সেনারা যৌথভাবে হামলা চালিয়ে বহু নারী-পুরুষ-শিশুদের আহত করে। সে সময় গুলিবিদ্ধ হওয়া রশিদা আক্তার নামের এক নারী হয়ে এখনও শরীরে গুলি বয়ে বেড়াচ্ছেন। মামলায় তাকেসহ ৫০ জনকে সাক্ষী করা হয়েছে।

এ মামলার অন্যতম আসামি মহিউদ্দিন আহমেদ কেন্দুয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এবং কেন্দুয়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সদস্য।

ঢাকাটাইমস/৭মার্চ/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

বুয়েটে ছাত্ররাজনীতি চলবে: হাইকোর্ট

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

এই বিভাগের সব খবর

শিরোনাম :