বোয়ালমারীতে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৮, ১৭:৫০

ফরিদপুরের বোয়ালমারীতে ওজনে কম দেয়া ও সরকারি জমিতে পাঁকাঘর নির্মাণের পৃথক অপরাধে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যম্যাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আনিচুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।

বুধবার বিকালে উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর বাজারে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি চলছিল। এসময় ওজনে কম দেয়ায় জয়নগর গ্রামের ডিলার নিখিলেশ পোর্দ্দারকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক নিখিলেশকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এদিকে একই বাজারে সরকারি জায়গা দখল করে পাঁকা স্থাপনা নির্মাণ করছিলেন জয়নগর গ্রামের চিত্তরঞ্জন কুন্ডু। সরকারি জায়গা দখলের অপরাধে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

(ঢাকাটাইমস/০৭ মার্চ/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :