তাহিরপুরে তিন লাখ টাকার মদ জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৮, ১৮:৩১

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মদের মূল্য তিন লক্ষাধিক টাকা। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরে চাঁরাগাঁও বিজিবি ক্যাম্পের জঙ্গলবাড়ি, বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে একদল চোরাচালানী মাদক ও কয়লা পাচার করছে সংবাদ পেয়ে বিজিবি পৃথক অভিযান চালায়। অভিযানে জঙ্গলবাড়ি থেকে ৪৮ বোতল ভারতীয় মদ ও কয়লা জব্দ করা হয়। তবে চিহ্নিত চোরাকারবারি শফিকুল ইসলাম ভৈরব ও তার সহযোগী মরতুজ আলী, ফালান মিয়া, বাবুল মিয়া, মোবারক মিয়া ও রাজ্জাক মিয়াকে আটক করা যায়নি।

অন্যদিকে বীরেন্দ্রনগর সীমান্ত দিয়ে চোরাকারবারি আলী হোসেন সহযোগীদের নিয়ে ভারত থেকে মদ পাচার করার সময় তেরঘর থেকে ১৫৮ বোতল মদ আটক করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক নাসির উদ্দিন ঢাকাটাইমসকে জানান, চোরাচালান প্রতিরোধ করাসহ চোরাকারবারিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/৭মার্চ/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :