কয়েলের আগুনে পুড়ল ৩২ বসতঘর

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৮, ২২:১৬
ফাইল ছবি

নীলফামারীতে মশা তাড়ানোর কয়েলের আগুনে গবাদি পশুসহ ৩২টি টিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

মঙ্গলবার রাত আটটার দিকে জেলা সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রামাণিক পাড়া গ্রামে এই ভয়াবহ আগুন লাগে।

কচুকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী বলেন, রাত আটটার দিকে ওই এলাকার বাবুল হোসেনের বাড়ির গোয়াল ঘরে তার বিধবা বোন কাণ্ঠি বেওয়া প্রতিদিনের মতো মশা তাড়ানোর কয়েল জালিয়ে দেয়। অসাবধনতার কারণে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। বাড়ির লোকজন আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ১২ পরিবারের ৩২ বসত ঘরসহ ঘরে থাকা ধান, চাল, পাট, নগদ টাকা ৯০ হাজার, ৬টি বাইসাইকেল, চারটি স্যালো মেশিন আসবাবপত্রসহ বাড়ির বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও ৪টি গরু ও শতাধিক হাঁস-মুরগি পুড়ে মারা যায়।

ফায়ার স্টেশনে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে এসে রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার এনামুল হক বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/৭মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :