৬ ঘণ্টা পর তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৮, ০৯:২৯

ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের বাঘের বাজার এলাকায় মোশারফ কম্পোজিট কারখানার তুলার গোডাউনে লাগা আগুন। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত তিনটার দিকে কারখানাটির তুলার গোডাউনে আগুন লাগে। এ কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও আগুনে পুড়ে গেছে গোডাউনের বিপুল তুলা ও মালামাল।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, রাত তিনটার দিকে কারখানার একটি একতলা ভবনে একটি তুলার বেল্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে গুদামে সাড়ে চার হাজার টন তুলার বেল্ট মজুদ থাকায় আগুন দ্রুত ছড়ায় এবং আগুন নেভাতে সময় বেশি লাগে।

এক পর্যায়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গুদামের দেয়ালের একাংশ ভেঙে পানি দেয়। পরে দমকল কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে গোডাউনের ভেতরে তুলার বেল্টসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকাটাইমস/৮মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :