অবস্থান কর্মসূচিতে বাধা, ঢাকায় প্রতিবাদের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৫:০৮ | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৮, ১৫:০৬

দুর্নীতি মামলায় সাজার পর কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং প্রেসক্লাবের সামনের পুলিশের বাধায় অবস্থান কর্মসূচি পণ্ডের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার ঢাকা মহানগরের সকল থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া রায়ে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির ১০ বছরের কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

রায়ের পর থেকেই ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ছাড়াও সারাদেশে মিছিল, মানববন্ধন, অবস্থান, অনশন কর্মসূচি নির্বিঘ্নেই পালন করে দলটি। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় পণ্ড হয়েছিল বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচি। এরপর প্রেসক্লাবের সামনে অনেকটা নির্বিঘ্নে মানববন্ধন কর্মসূচি পালন করলেও আজকের কর্মসূচি পণ্ড হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মূল দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। বেলা ১১টা ৪০ এর দিকে হঠাৎ হানা সাদা পোশাকে গোয়েন্দারা কর্মসূচিতে ঢুকে পড়ে ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজকে আটক করে। রাজকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইছে বিএনপির নেতা-কর্মীরা বাঁধা দেয়। এ সময় রাজের পোশাক ছিঁড়ে যায়।

বিএনপি নেতারা পুলিশের কাছে কর্মসূচি পালনে সহযোগিতা চান। কিন্তু গোয়েন্দা পুলিশের সদস্যরা বিএনপি নেতাদের বক্তব্য পাত্তা না দিয়ে রাজকে নিয়ে তোলেন জাতীয় প্রেসক্লোবের পশ্চিম পাশে রাখা প্রিজন ভ্যানে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন। পাশাপাশি শুরু হয় ছোটাছুটি।

কর্মসূচি পণ্ডের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকে যেভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো, তা কোনো স্বাধীন দেশের পুলিশ করতে পারে বলে আমরা বিশ্বাস করি না। পুলিশ নুন্যতম সৌজন্যতাবোধ দেখায়নি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। এতে সরকারের গাত্রদাহ হচ্ছে। এ কারণে তারা আমাদের উস্কানি দিচ্ছে।

ঢাকাটাইমস/৮মার্চ/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :