ভোটে সবার অংশগ্রহণে আলাদা কিছু করার নেই: সিইসি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৮, ১৭:২৯

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের ব্যাপারে নির্বাচন কমিশন আলাদা করে আর কোনো উদ্যোগ নেবে না। সংলাপের সময় প্রত্যেকটা দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলেছি। নতুনভাবে আমরা (নির্বাচন কমিশন) আর কিছু করব না।’

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নাসিরনগর শূন্য আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে আশা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশন ভোটার ও রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে।’

এই কমিশন দায়িত্ব নেয়ার পর সবকটি নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নাসিরনগর উপ-নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‘নির্বাচন কমিশনের প্রতি জাতীয় পার্টির আস্থা নেই’ বুধবার জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের এমন বক্তব্যের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের যে দায়িত্ব-কর্তব্য সেটা আমরা নিরপেক্ষভাবে এবং নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি। নিরপেক্ষভাবে কাজ করছি। তিনি (এরশাদ) কেন এমন কথা বলেছেন তার উত্তর তিনিই দিতে পারবেন। আমরাতো ভোটারদের এবং রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের জন্যই কাজ করে যাচ্ছি।’

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমদ, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কুমিল্লার সেক্টর কমান্ডার জোবায়ের হাসনাৎ, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, নাসিরনগর-১ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও কুমিল্লার বিভাগীয় নিবাচন কর্মকর্তা মো. সাহেদুন্নবী চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৮মার্চ/প্রতিনিধি/ডিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :